পদ্মাবতী মেধাবৃত্তি
পদ্মা ট্রেডিং (পূর্ব শ্রীকৃষ্ণপুর) এর সৌজন্যে মাননীয়
অমিতকুমার পণ্ডা মহাশয় তাঁর পরলোক সত্তা মাতৃদেবী পদ্মাবতী পণ্ডার পুণ্য স্মৃতির
উদ্দেশ্যে ২০১৫ থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধীকারী/স্থানাধীকারিণীকে একটি
সাইকেল প্রদান করেন এবং ২০১৬ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধীকারী/স্থানাধীকারিণীকে একটি সাইকেল প্রদান
করিবেন।
|