MOUSE CURSOR

Blogger Widgets

About me

পদ্মাবতী মেধাবৃত্তি


   পদ্মা ট্রেডিং (পূর্ব শ্রীকৃষ্ণপুর) এর সৌজন্যে মাননীয় অমিতকুমার পণ্ডা মহাশয় তাঁর পরলোক সত্তা মাতৃদেবী পদ্মাবতী পণ্ডার পুণ্য স্মৃতির উদ্দেশ্যে ২০১৫ থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধীকারী/স্থানাধীকারিণীকে একটি সাইকেল প্রদান করেন এবং ২০১৬ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম  স্থানাধীকারী/স্থানাধীকারিণীকে একটি সাইকেল প্রদান করিবেন।